-->

23663154

বি এ এফ শাহীন কলেজে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের

বি এ এফ শাহীন কলেজে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের






সহকারী শিক্ষক পদে বাংলা ভার্সনে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলা বিষয়ে ২ জন, ইংরেজি ৩ জন, গণিত ২ জন, সামাজিক বিজ্ঞান ২ জন, জীববিজ্ঞান ১ জন, শারীরিক শিক্ষা ১ জন এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় ১ জনকে নেওয়া হবে।
ইংরেজি ভার্সনের সহকারী শিক্ষক পদে ৭ জন নিয়োগ পাবেন। এর মধ্যে ইংরেজি বিষয়ে ২ জন, রসায়ন ১ জন, শারীরিক শিক্ষা ১ জন, ফিন্যান্স ও ব্যাংকিং ১ জন, কৃষি শিক্ষা ১ জন এবং গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে ১ জনকে নেওয়া হবে।
পদগুলোতে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বিএড বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়সহ শুধু স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি রঙ্গিন ছবি এবং ব্যাংক ড্রাফট বা পে অর্ডারসহ আবেদনপত্র পাঠাতে হবে 'অধ্যক্ষ, বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা ক্যান্টমেন্ট, ঢাকা- ১২০৬' ঠিকানায়। আবেদনপত্র পাঠানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

0 Response to "বি এ এফ শাহীন কলেজে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel