
প্রবীণদের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করা হবেঃ অর্থমন্ত্রী
Monday, December 4, 2017
Comment
মাথাপিছু আয় বাড়ার সঙ্গে বাড়ছে গড় আয়ু। তাই প্রবীণদের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছর করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর একটি হোটেলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সকালে তিনি এ মন্তব্য করেন। আগামী বছরে এ বিষয়ে উদ্যোগ নেয়ার কথাও বলেন মন্ত্রী।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও সমাজ সেবা অধিদপ্তরের মধ্যে প্রবীণ মেডিকেল রিসোর্ট চুক্তি সই হয়।
পিপিপির আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই প্রথম প্রবীণদের জন্য হচ্ছে 'অবসর-আমার আনন্দ ভূবন'।
এতে থাকবে একশো আবাসন, ৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল, খেলার মাঠ, জলরাশিসহ সব নাগরিক সেবা।
উৎসঃ http://www.independent24.com/details/22032
0 Response to "প্রবীণদের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করা হবেঃ অর্থমন্ত্রী"
Post a Comment